দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আগেই আক্রান্তের সংখ্যায় চীন ও ইরানকে টপকে গিয়ে বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে প্রথম দশে ঢুকে পড়েছে ভারত। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। এবার যেমন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ছাড়িয়ে গেল।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ২১৬৯১৯। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০৭৫। মোট করোনা আক্রান্তের সংখ্যায় এখন বিশ্বের সাত নম্বর দেশ ভারত। শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩০৪ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। এই সময়ে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। এটিও আবার রেকর্ড।
অন্যদিকে, এখনও পর্যন্ত ১০৪১০৬ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এই মুহূর্তে এক্টিভ কেস ১০৬৭৩৭। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ৭৪৮৬০ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ২৫৮৭ জন। তারপরেই আছে তামিলনাড়ু (২৫৮৭২), দিল্লী (২৩৬৪৫), গুজরাত (১৮১০০), রাজস্থান (৯৬৫২), উত্তরপ্রদেশ (৮৭২৯), মধ্যপ্রদেশ (৮৫৮৮), বাংলা (৬৫০৮), বিহার (৪৩৯০), অন্ধ্রপ্রদেশ (৪০৮০), কর্ণাটক (৪০৬৩)।