এখনও শেয়ার সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। তবুও তার মধ্যেই দল গোছাতে লেগে পড়ল ইস্ট বেঙ্গল। শোনা যাচ্ছে দলের পরবর্তী কোচ হতে পারেন গোয়ার ফ্রান্সিসকো ডি’কোস্তা।
সূত্রের খবর, কয়েক সপ্তাহের মধ্যে তাঁকে নিয়োগ করার ভাবনায় কর্তারা। অক্টোবরে তাঁর মাথার উপরে বসবেন কোনও পরিচিত বিদেশি কোচ। গোকুলাম কেরলের প্রাক্তন কোচ সান্তিয়াগো ভালেরা কিংবা রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার দায়িত্বে থাকা অস্কার রামিরেজের সঙ্গে চলছে আলোচনা। তার আগে দায়িত্ব দেওয়া হতে পারে ফ্রান্সিসকোকে।
অন্যদের তুলনায় তাঁর আর্থিক চাহিদা কম। ফেডারেশনের এলিট অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন তিনি। ২০১৬-১৭ মরশুমে নর্থ ইস্টে পর্তুগিজ কোচ ভিলগাদার সহকারী ছিলেন ফ্রান্সিসকো। আপাতত শর্ট লিস্টে থাকা কোচেরাও বলছেন, ফ্রান্সিসকোই লাল-হলুদে দায়িত্ব নিচ্ছেন।