গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল রাত থেকে আজ, মঙ্গলবার অবধি ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হল ৩৯৬ জন। এদিন সন্ধেবেলা বুলেটিন প্রকাশ করে এমনটাই জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই বৃদ্ধির পরে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১৬৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গেছেন আরও ১০ জন। ফলে কোভিডে মোট মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়াল ২৬৩। আরও ৭২ জন শরীরে করোনা সংক্রমণ থাকা অবস্থায় মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। ফলে করোনা নিয়ে মোট মৃত্যু এ রাজ্যে ঘটেছে ৩৩৫ জনের। তেমনই গত ২৪ ঘণ্টায় ১০৪ জন করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। ফলে মোট কোভিডজয়ীর সংখ্যা এ রাজ্যে বেড়ে দাঁড়াল ২৪১০। সবমিলিয়ে ডিসচার্জ রেট ৩৯.০৭ শতাংশ। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ আছে ৩৪২৩ জনের দেহে।
এ দিন ৯৪৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। স্বাস্থ্য দফতরের এক কর্তার মতে, ১ সপ্তাহ ধরেই অনেক বেশি সংখ্যায় টেস্ট হয়েছে বলে আরও বেশি কোভিড পজিটিভ রোগীর সন্ধান মিলেছে ঠিকই, কিন্তু জেলাভিত্তিক বৃদ্ধির সূচকে নজর রাখলেই স্পষ্ট হয়, গত কয়েক দিনে যে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরছেন, তাঁদের অনেকের মধ্যে উপসর্গ থাকার কারণেই কোভিড পজিটিভের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে এতটা।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১১৬ জনই কলকাতার। তার পরেই আছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। যেখানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৪ ও ৪৯। উদ্বেগের পারদ কিছুটা বাড়িয়েছে হুগলি। বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ধরা পড়েছেন ৩৮ জন! এঁদের মধ্যে একটা বড় অংশই ভিন্ রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক।
গত কয়েকদিনে বেড়েছে টেস্টের সংখ্যাও। আজকের বুলেটিন আরও বলেছে, রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১৩ হাজার, ২৩১। প্রতি ১০ লক্ষ মানুষে টেস্ট হয়েছে ২৪৭৫ জনের। এই সংখ্যাটা বেশ সন্তোষজনক বলেই মনে করছেন অনেকে। মোট ৪১টি ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে করোনার। ৬৯টি হাসপাতালে চলছে চিকিৎসা। এই হারে টেস্ট হলে ধীরে ধীরে করোনা পরিস্থিতি আয়ত্তে আনতে পারবে রাজ্য, এমনটাই মত বিশেষজ্ঞদের।