করোনার আতঙ্ক কাটিয়ে ফের কবে আন্তর্জাতিক ক্রিকেট চালু হবে, তার রূপরেখা পাওয়া যেতে পারে আজ, আইসিসির শীর্ষ বৈঠকে। সব সদস্য দেশের প্রতিনিধিরাই এই সভায় যোগ দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সভায় আসবেন বেহালার বাড়িতে বসেই।
এই সভাতেই টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত হবে। এ দিনই অস্ট্রেলিয়া বছর শেষে বিরাট কোহলিদের সফরসূচি ঘোষণা করেছে। বোঝাই যাচ্ছে, কোহলিদের নিয়ে মহারণের সিরিজ করার সবুজ সঙ্কেত সরকারের থেকে পাওয়া যাবে বলে অস্ট্রেলীয় বোর্ড নিশ্চিত। একই ইতিবাচক অবস্থা টি-২০ বিশ্বকাপ নিয়ে আছে, জোর দিয়ে বলা যাচ্ছে না।
ওয়াকিবহাল মহলে কারও কারও মত, ‘ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ দু’মাসের উপরে হলেও সেটা দ্বিপাক্ষিক। দু’টো দল আর তাদের পনেরো-পনেরো তিরিশ জনকে নিয়ে করতে হবে। চারটি কেন্দ্রে ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট, ওয়ান ডে ম্যাচ হতে পারে। কিন্তু টি-২০ বিশ্বকাপে ১৬টি দল খেলবে। প্রত্যেক দলের ১৬ জন করে অন্তত ২৫৬ জনকে সামলানোর ঝক্কি।’
যোগ করছেন, ‘সারা দেশের বিভিন্ন কেন্দ্রে হবে বিশ্বকাপ। আর সেটা করতে হবে অক্টোবরেই। এত বড় ঝুঁকি অস্ট্রেলিয়া সরকার নিতে চাইবে কি না, সেটাও দেখার।’ অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অক্টোবর পর্যন্ত তাদের দেশে সীমান্ত বন্ধ থাকবে। বিশ্বকাপ উপলক্ষে সেই মতের পরিবর্তন হবে কি না, সেই প্রশ্ন রয়েছে। তাই বৃহস্পতিবারের সভায় অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড কী বলে, সে দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। বুধবার পর্যন্ত যা খবর, অস্ট্রেলীয় সরকারের দিক থেকে সবুজ সঙ্কেত পাওয়া যাবে কি না, তা নিয়েই উদ্বিগ্ন রয়েছেন ডনের দেশের কর্তারা।