না দেখতে পায়। না কানে শুনতে পায়। গরীবের দুর্দশাকে তোয়াক্কাই করে না মোদী সরকার। এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালেন প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, সমালোচনা করে আর প্রেস বিবৃতি দিয়ে কোনও লাভ নেই। সরাসরি রাস্তায় নামুক বিরোধীরা।
দু’দিন আগেই ২২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সোনিয়া গান্ধী। সেখানে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের ভূমিকা, পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি একগুচ্ছ দাবি তোলা হয়। নরেন্দ্র মোদী সরকারের অন্যতম সমালোচক হিসেবে পরিচিত যশোবন্ত সিনহা বলেন, ‘সরকারের সমালোচনা না করে বিরোদী দলগুলির উচিত রাস্তায় নামা, গরিব মানুষের ভোগান্তি দেখতেই পায় না এই সরকার। কানেও তোলে না। বিবৃতি দিয়ে সমস্যার সমাধান হবে না।’
চলতি সপ্তাহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে সশস্ত্র বাহিনী নামানোর দাবিতে ধর্ণা দিয়ে রাজঘাটে দিল্লী পুলিশের হাতে আটক হয়েছিলেন যশোবন্ত সিনহা। লকডাউনের কারণে ব্যাপক সমস্যায় পড়েন লক্ষাধিক পরিযায়ী শ্রমিক, দিনমজুর গরিব মানুষরা। রাতারাতি কাজ হারিয়েছেন তাঁরা। মেলেনি খাবার, অর্থ বা আশ্রয়। গণপরিবহণ ব্যবস্থা বন্ধ হওয়ায় সমস্যা আরও বাড়ে। হেঁটেই বাড়ির পথে রওনা দেন তাঁরা। রাস্তাতেই অনেকের মৃত্যু হয়। একটি টুইটে যশোবন্ত সিনহা লেখেন, ‘অর্থমন্ত্রী এতটাই হৃদয়হীন, প্রথম সাংবাদিক সম্মেলনে পরিযায়ী শ্রমিকদের নাম নেননি, এবং দ্বিতীয়বার যখন তাঁদের জন্য সামান্য কিছু সাহায্যের ঘোষণা করলেন, তখন পথ দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, বা গন্তব্যে পৌঁছাতে না পেরে পথেই মৃত্যু হয়েছে, এমন শ্রমিকদের প্রতি শোকজ্ঞাপনও করলেন না।’