দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে গত ৪ দিন ধরে ভারতে আক্রান্তের সংখ্যা লাগামছাড়া ভাবেই বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত চারদিনে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৬৪৮৬। আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়েছে ভারত। এই মুহূর্তে ১০ নম্বরে রয়েছে ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত চার দিনে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশে। শুক্রবার আক্রান্ত বেড়েছিল ৬০৮৮। শনিবার তা হয় ৬৬৫৪। রবিবার করোনা আক্রান্ত বাড়ে ৬৭৬৭। আর আজ, সোমবার এই আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৯৭৭। অর্থাৎ সব মিলিয়ে ২৬৪৮৬। আর তার জেরেই বিশ্বের তালিকায় অনেকটা উপরে উঠে গিয়েছে ভারত।
এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি আমেরিকায়। সেখানে মোট আক্রান্ত ১৬৮৬৪৩৬। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশে আক্রান্তের সংখ্যা ৩৬৫২১৩। তৃতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৪৪৪৮১। চার নম্বরে স্পেনে আক্রান্তের সংখ্যা ২৮২৮৫২। পাঁচ নম্বরে রয়েছে ব্রিটেন। এই দেশে আক্রান্তের সংখ্যা ২৫৯৫৫৯।
৬ নম্বরে রয়েছে ইতালি। ইউরোপের এই দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২২৯৮৫৮ জন। সাত নম্বরে রয়েছে ইউরোপের আর একটি দেশ ফ্রান্স। আইফেল টাওয়ারের দেশে আক্রান্তের সংখ্যা ১৮২৫৮২। আট নম্বরে জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১৮০৩২৮। নবম স্থানে রয়েছে তুরস্ক। এই দেশে আক্রান্ত হয়েছেন ১৫৬৮২৭। তারপরেই ১০ নম্বরে ভারতে আক্রান্তের সংখ্যা ১৩৮৮৪৫।