যেভাবে রাজ্যে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে শুরু করেছে, তাতে রীতিমতো কপালে ভাঁজ পড়ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের। এমনকি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আতঙ্ক। কারণ শেষ ২৪ ঘণ্টায় মোট ১৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। যা এ যাবৎ সর্বাধিক বৃদ্ধি। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৬৭৮। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯ জন। ফলে বর্তমানে রাজ্যে মোট কোভিড-১৯-এ মৃত্যু বেড়ে দাঁড়াল ৮৮। শুক্রবার সন্ধেয় রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা যাচ্ছে।
শুক্রবারের বুলেটিন বলছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫৪৮। আরও ১৩০ জন আক্রান্ত হওয়ায় সেই মোট সংখ্যা হয়েছে ১৬৭৮। এখনও পর্যন্ত সেরে উঠেছেন মোট ৩২৩ জন। ৮৮ জন কোভিডে মারা যাওয়া ছাড়াও, আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৬০ জনের। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১১৯৫ জনের।
রাজ্যের বুলেটিন আরও জানাচ্ছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩০১৫ জনের। ফলে এ যাবৎ রাজ্যে মোট করোনা টেস্টের সংখ্যা হয়েছে ৩৫ হাজার ৭৬৭। এইমুহূর্তে রাজ্যের মোট ১৭টি ল্যাবে চলছে পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে কোভিড হাসপাতাল রয়েছে ৬৮টি। রাজ্যে মোট ৮৫৭০টি বেড আছে বলেও জানা গেছে বুলেটিনে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। এদিকে, সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৪৯৬৪ জন। হোম কোয়ারেন্টাইনে ৯৫৭৬ জন।