করোনা ভাইরাসের কারণে আপাতত গোটা বিশ্বেই ফুটবল বন্ধ রয়েছে। ক্লাব স্তরের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলও কবে শুরু হতে পারে তা এখনই নিশ্চিত নয়। এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার সের্জিও আগুয়েরো। আগামী বছর ম্যান সিটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদও শেষ হচ্ছে। শোনা গিয়েছে, তারপর নিজের ছোটবেলার ক্লাবে ফিরতে চান এই তারকা স্ট্রাইকারটি।
তবে বিশেষজ্ঞদের ধারণা, ম্যান সিটি তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে। এদিন এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর উত্তর, ‘আগামী বছর পর্যন্ত আমি ম্যান সিটিতেই রয়েছি। তারপর কী হবে তা এখনই বলা অসম্ভব। পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণে নিজেকে আরও পরিশীলিত করে তুলতে চাই। তবে তার আগে প্রয়োজন করোনার বিরুদ্ধে যুদ্ধে জেতা। বর্তমান পরিস্থিতির কারণে প্রত্যেক ক্লাবই আর্থিক সমস্যায় জর্জরিত। তাই অনেকের মতো ফুটবলারদের ভবিষ্যৎও অনিশ্চিত।’
এদিন তিনি লিওনেল মেসির সমালোচকদেরও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কোনও দল ব্যর্থ হলে তার দায় প্রত্যেকের। তবে আর্জেন্তিনার ক্ষেত্রে বাকিদের ছেড়ে মেসির দিকেই বরাবর বন্দুক তাক করা হয়। এহেন আচরণ কখনোই কাম্য নয়। কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করা সম্ভব নয়। বছরের পর বছর পান থেকে চুন খসলেই ওরা লিওকে টার্গেট করে নেয়। তাঁরা বোঝেন না, দলে মেসি না থাকলে আর্জেন্তিনার শক্তি অর্ধেক হয়ে যাবে।’