লক ডাউনের মধ্যে রেস্তোরাঁ বন্ধ রাখা হলেও ফুড ডেলিভারি চালু রাখা হয়েছিল। আর তাতেই হিতে বিপরীত হয়ে গেল। দক্ষিণ দিল্লির মালব্য নগরে এক পিৎজা ডেলিভারি বয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। আর তারপরেই ৭২টি পরিবারকে সেলফ কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট ১১ এপ্রিল আসে। তার আগে ৭২টি পরিবারে উনি পিৎজা ডেলিভারি করেছিলেন। সেই পরিবারগুলিকে সেলফ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই ব্যক্তির সঙ্গে কাজ করবেন এমন ১৭ জনকেও সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
দক্ষিণ দিল্লীর জেলা শাসক বিএম মিশ্র জানান, ‘প্রায় একমাস ধরেই ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। কয়েকটি হাসপাতালে উনি ডাক্তার দেখালেও সাধারণ সর্দি জ্বর বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শরীর ঠিক না হওয়ায় সম্প্রতি আরএমএল’য়ে তার পরীক্ষা করা হয়। তখন জানা যায় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত।’