করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে গোটা দেশে টানা টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতোই মঙ্গলবার রাত ১২টা থেকে গোটা দেশে জারি হয়েছে লকডাউন। তবে এই লকডাউনের মধ্যেই যখন বেধড়ক মারধর খাচ্ছেন পুলিশ কর্মী, চিকিৎসকরা, তখন তাঁদের হয়ে মুখ খুললেন প্রবীণ বলিউড অভিনেতা ঋষি কপুর। টুইটে তাঁর দাবি, পরিস্তিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে। সবকিছু সামলাতে অবিলম্বে
দেশে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হোক। টুইটারে তিনি লিখেছেন, ‘দেশ চরম দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। দেশকে বাঁচাতে উপায় একটাই, আমাদের জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। লোকেরা পুলিশ এবং মেডিকেল কর্মীদের মারধর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এছাড়া আর অন্য কোনও উপায় নেই।’ ঋষির এই টুইট যথারীতি শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। টুইট পড়ে অনেকেই ঋষির সঙ্গে সহমত পোষণ করেছেন।