দেশজোড়া লক ডাউনের মধ্যেই লাফিয়ে লাফিয়ে ভারতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই পাঞ্জাবে আক্রান্ত ৩৩ জন। এরমধ্যে অন্তত ২৩ জন সংক্রামিত হয়েছেন ১ জনের থেকে! সম্ভাবনা এরকমই। জানা গিয়েছে, গত ১৮ মার্চ রাজ্যে ভাইরাস আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। মনে করা হচ্ছে, তার থেকেই বেশিরভাগ মানুষের সংক্রমণ হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই মাথায় হাত প্রশাসনের।
আরও জানা গিয়েছে, যে ব্যক্তির করোনা ভাইরাসে মৃত্যু হয় তিনি অন্তত ১০০ জনের সংস্পর্শে এসেছিলেন। সেই সঙ্গে জানা যাচ্ছে, ওই ব্যক্তি এবং তার দুই বন্ধু রাজ্যের অন্তত ১৫ টি গ্রাম ঘুরেছিলেন। সূত্রের খবর, ভাইরাসের মৃত ব্যক্তির পরিবারের ১৪ জনও করোনায় আক্রান্ত।
এই খবর সামনে আসার পরেই প্রশাসনের তরফে গ্রামে গ্রামে গিয়ে তদন্ত করা হচ্ছে। খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে কোন কোন গ্রামবাসী ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। সন্দেহজনক কাউকে পেলেই তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতে করোনায় আক্রান্তের সংখ্যায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে। গতকাল গোটা দেশে ৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।