করোনাভাইরাসের জেরে আক্রান্ত ভারতীয় অর্থনীতিকে আইসিইউ-তে প্রবেশ করা থেকে বাঁচাতে আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ১.৭ লাখ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়়াও করোনা-মোকাবিলায় নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লাখের বিমা ঘোষণা করা হয়েছে।
এই আর্থিক সাহায্যের একটি মোটা অংশ, দেশের গরিব মানুষ এবং করোনা ও লকডাউনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিল্প-ব্যবসায়ী সংস্থাগুলির হাতে সরাসরি পাঠানো হবে। আর্থিক প্যাকেজ সম্পর্কে প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক সহমতে পৌঁছেছে বলে সম্প্রতি জানিয়েছিল সংবাদসংস্থা রয়টার্স।
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে মহিলা, শ্রমিক এবং যারা সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে তাদের কাছে পৌঁছতে। এই রিলিফ প্যাকেজ ঘোষণা এই সমস্ত মানুষদের জন্যই। এক্ষেত্রে একাউন্টে টাকা দেওয়া এবং সুরক্ষার দিকে নজর রাখা হচ্ছে। সরকার চায় না কেউ ক্ষুধার্ত থাকুক, বা কারো টাকার সমস্যা হোক। সেই কারণেই ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হল।’
এই ঘোষণা করার পাশাপাশি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনে থেকে লড়ছেন সেইসব ডাক্তার, নার্স আশা কর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একই সঙ্গে তিনি জানান, প্রত্যেকের জন্য মাথাপিছু ৫০ লক্ষ টাকা করে ইনসিওরেন্স দেওয়া হবে সরকারের তরফে।
করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে বুধবার থেকে গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লকডাউন পর্বে কেবলমাত্র অত্যাবশ্যক পণ্য-পরিষেবা ছাড়া সব শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।