প্রথমে আমলাপুত্রের বিরুদ্ধে উঠেছিল অভিযোগের আঙ্গুল। তারপর ব্যবসায়ী পুত্রের উপর এবং এ বার এক আইপিএস কর্তার ছেলের বিরুদ্ধে উঠল বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ অমান্য করার অভিযোগ। বিদেশ থেকে ফিরে নিয়ম মতো গৃহবন্দী না থেকে আবাসন চত্বরে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার ছেলের বিরুদ্ধে।
টালিগঞ্জের পুলিশ আবাসনে ওই আইপিএস অফিসারের কোয়ার্টার রয়েছে। ওই আবাসনেই থাকেন রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। শনিবার তাঁদেরই একাংশের কাছ থেকে স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ আসে। অভিযোগ, এক আইপিএস কর্তার ছেলে বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এর পর কলকাতা পুরসভার এক চিকিৎসক অসীম গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল ওই পুলিশকর্তার ফ্ল্যাটে যায়। কিন্তু অভিযোগ, পুলিশকর্তার স্ত্রী পুরসভার ওই চিকিৎসক দলের সঙ্গে চরম অসহযোগিতা করেন।
ওই চিকিৎসক দলের এক সদস্য এ দিন বলেন, ‘শুধু অসহযোগিতা নয়, ওই পুলিশ কর্তার স্ত্রী উল্টে আমাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার হুমকি দিচ্ছিলেন।’ এরপর বিষয়টি টালিগঞ্জ থানাকে জানানো হয় বলে জানিয়েছেন ওই চিকিৎসক দলের এক সদস্য। এর পরে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই পুলিশকর্তার ফ্ল্যাটে ফের চিকিৎসক দল পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।’
ওই আবাসনেই বসবাসকারী অন্য এক পুলিশকর্তা বলেন, ‘বিষয়টি আগেই নজরে এসেছে। আমরা জানিয়েছি কয়েক জনকে, যাতে ওই আইপিএসের ছেলে ঘরেই থাকেন।’ তবে ওই পুলিশকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠ অন্য এক আইপিএস অফিসার অবশ্য দাবি করেছেন, ‘ছেলেটি বাড়িতেই ছিল। অযথা আতঙ্ক ছড়াচ্ছেন আবাসনের কিছু বাসিন্দা।’ মনে করা হচ্ছে, আপাতত হোম কোয়ারেন্টাইনেই থাকবেন এই আইপিএস পুত্র।