করোনা আতঙ্কে থরহরিকম্প গোটা বিশ্বই। ভারতেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। শুধু তাই নয়। বৃহস্পতিবার সকালেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭০ ছুঁয়েছে। যার মধ্যে অন্যান্য রাজ্যের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি মহারাষ্ট্রে। ভারতে এক নম্বরে রয়েছে এই রাজ্যের নাম। এমন অবস্থায় প্রায় লক ডাউনের দিকেই এগোচ্ছে উদ্ধব ঠাকরের রাজ্য।
এদিন সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের মানুষকে সচেতন করে দিয়ে জানালেন, ‘এ এক যুদ্ধ পরিস্থিতি এবং আমাদের একসঙ্গে লড়াই করতে হবে।’ তিনি প্রত্যেককে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেন। সেই মতই মুম্বইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালারাও কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে তাঁদের পরিষেবা। সিঙ্গাপুরে রাজ্যের যে সব পড়ুয়ারা আটকে রয়েছেন তাঁদের দেশে ফেরানোর জন্যেও ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা বলছেন উদ্ধব।