এইমুহূর্তে করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। ইতিমধ্যেই দেশে সংক্রামিতের সংখ্যা দেড়শো ছুঁইছুঁই। তবে জানা এই পরিস্থিতিতে ইতিমধ্যে ১০ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আর তাতেই আশার আলো দেখছেন চিকিৎসক থেকে আমজনতা। চিকিৎসক মহলের দাবি, এই তথ্য দেশের সাধারণ নাগরিকদের কিছুটা হলেও স্বস্তিতে রাখবে।
চিনের ইউহান প্রদেশের সামুদ্রিক বাজার থেকে ছড়ানো এই মারণ রোগ এখন বিশ্বব্যাপী মহামারি। কোভিড-১৯ এর করাল গ্রাসে বিশ্বের ১৬০টি দেশ। মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে সাড়ে আট হাজারের কাছে। সংক্রামিত প্রায় ২ লক্ষ। ব্যতিক্রম নয় ভারতও। যদিও আক্রান্তের সংখ্যা দেড়শোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। চলছে কড়া নজরদারিও।
করোনা আতঙ্কে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। বেশ কিছু শহরে জারি হয়েছে ১৪৪ ধারা। তাতে কী! ধর্ম তো আলাদা। তারপরেও কার্যত থরহরিকম্প দেশবাসী। এমন পরিস্থিতিতেও আশার বাণী শোনাচ্ছে চিকিৎসক মহল। চিকিৎসার সুফল পেয়েছেন বেশকিছু রোগী। সুস্থ হয়ে তাঁরা বাড়িও ফিরে গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে ৫ জন উত্তরপ্রদেশ, ৩ জন কেরালা, ৩ জন রাজস্থান, ২ জন দিল্লী ও ১ জন তেলেঙ্গানার বাসিন্দা। ইতিমধ্যেই এই ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তাঁদের উপর নজর রাখা হচ্ছে।