গত ২ থেকে ১৩ মার্চ। ব্যবধান মাত্র ১১ দিনের। এই সময়েই শেয়ার বাজারের মাত্র ন’টি লেনদেনের দিনেই ভারতীয় বাজার থেকে প্রায় ৩৭,৯৭৬ কোটি টাকার বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে বিদেশি বিনিয়োগকারী বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা।
মূলত করোনাভাইরাস আতঙ্কের জেরে ফের বিশ্বমন্দার ইঙ্গিত মিলতেই তাঁরা নিজেদের অর্থ সুরক্ষিত রাখতে বিশাল অঙ্কের বিনিয়োগ প্রত্যাহার করেছে। এর মধ্যে ইক্যুইটি মার্কেট থেকে ২৪,৭৭৬.৩৬ কোটি এবং ডেবট সেগমেন্ট থেকে ১৩,১৯৯.৫৪ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই সময় কালে ভারতীয় বাজার ৩৭,৯৭৫.৯০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ হারিয়েছে।
তবে একই সঙ্গে জানা গিয়েছে, এই এফপিআইগুলি গত বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে টানা ছ’মাস ভারতীয় বাজারে কোনো বিনিয়োগ করেনি। কিন্তু সাম্প্রতিক করোনাভাইরাসের সংক্রমণ এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা কোভিড-১৯-কে মহামারী ঘোষণার পর অনিশ্চয়তা ভুগতে থাকা বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলি নিজেদের টাকা তুলে নেয়।
এ বিষয়ে এক বাজার বিশেষজ্ঞ বলেন, করোনাভাইরাসের বিস্তারের জেরে সারা পৃথিবীতেই ত্রাসের সৃষ্টি হয়েছে। বিশ্বঅর্থনীতিতে এর বড়োসড়ো প্রভাব পড়েছে। হু যখন কোভিড-১৯-কে মহামারী হিসাবে আখ্যা দেয়, তখন উদ্বেগ আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। এই রোগের বিস্তার ঠেকানো না গেলে বিশ্বমন্দা আরও চওড়া হবে।
গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে গোটা বিশ্ব জুড়েই বাজার চরম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে বিনিয়োগ এবং বাণিজ্যিক কর লাঘবের কথাও ভাবছে। ভারতেও যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তা হলে অচিরে বাজারের ভোলবদল হয়ে যাবে বলে আশাপ্রকাশ করছেন বিশেষজ্ঞরা।