কয়েক বছর আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বার সংগঠন থেকে একটি বিবৃতি পেশ করে জানানো হয় যে বিচারপতিদের ‘মাই লর্ড’ না বলে যেন ‘স্যার’ বলে সম্বোধন করা হয়। কিন্তু এখনও ওই আদালতে আইনজীবীরা বিচারপতিদের পুরোনো ডাকেই সম্বোধন করেন। কিন্তু এবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে নিযুক্ত হওয়া বিচারপতি এস মুরলীধর নিজেই বললেন, “আমাকে মাই লর্ড বলবেন না”। একজন বিচারপতির তরফে এমন আবেদনের নজির কিন্তু খুব একটা বেশি নেই।
“দয়া করে আমাকে ‘মাই লর্ড’ বা ‘ইয়োর লর্ডশিপ’ বলে সম্বোধন করবেন না।” আইনজীবীদের এমনই আবেদন করলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে নিযুক্ত হওয়া বিচারপতি এস মুরলীধর।
বিচারপতি মুরলীধর এই প্রসঙ্গে যে বিবৃতি দিয়েছেন, তাতে বলা হয়েছে, “বারের সম্মানিত সদস্যদের প্রতি বিচারপতি মুরলীধর আবেদন করেছেন যে তাঁরা যেন বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইয়র লর্ডশিপ’ বলে সম্বোধন না করেন।
উল্লেখ্য, দিল্লী হিংসা নিয়ে পুলিশের ভূমিকায় চূড়ান্ত ক্ষোভপ্রকাশ করার পরেই তাঁর বদলিতে সিলমোহর দেয় কেন্দ্র। কেন্দ্রের ভূমিকায় তীব্র নিন্দা করে বিরোধী দলগুলি। ক্ষোভপ্রকাশ করেন সমাজের বিশিষ্টরাও। তবে মুরলীধর জানিয়েছিলেন, এই বদলিতে তাঁর কোনো সমস্যা নেই।