বেলাগাম মন্তব্য এবং দিলীপ ঘোষ যেন একে অপরের সমার্থক। এদিন তা ফের একবার প্রমাণিত হয়ে গেল। প্রসঙ্গত, আজ বিকেলে হাইকোর্ট পাড়ায় চা-চক্রে এসেছিলেন দিলীপ ঘোষ। আর সেখানেই নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ‘রাক্ষসী’ বলে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বাংলার বর্তমান রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে এদিন তিনি বলেন, ‘রাজ্যে রাক্ষসী শাসন চলছে।’
দিলীপ ঘোষ বলেন, ‘বাংলার অবস্থা ইরাক-সিরিয়া থেকেও খারাপ বলে মন্তব্য করেন তিনি। এখানে কোনও আইন নেই। ইরাক-সিরিয়া চেয়েও ভয়ঙ্কর অবস্থা আজ বাংলায়।’ এরপরই এদিন তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন দিলীপ। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রাক্ষসী’ বলে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি। বলেন, ‘রাজ্যে রাক্ষসী শাসন চলছে। মানবতার লেশমাত্র নেই। বিজেপি প্রতিজ্ঞা করেছে এই শাসন উপড়ে ফেলবে।’
এদিকে এদিন সকালে হাওড়ায় বিজেপির ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। বিজেপি রাজ্য সভাপতি জনসংযোগ করতে এসে দেখেন এলাকায় চায়ের দোকান বন্ধ। বন্ধ বাজার। এলাকা জুড়ে লাগানো রয়েছে তৃণমূলের পতাকা। এই ঘটনায় রাজ্যের শাসকদলকেই কাঠগড়ায় দাঁড় তোলেন রাজ্য বিজেপি সভাপতি। তবে এলাকার মানুষের দাবি, দোকানপাট বন্ধ করে তাঁরা দিলীপকেই বার্তা দিতে চেয়েছেন যে, মানুষ বিজেপির পাশে নেই।