সিএএ-এনআরসিকে কেন্দ্র করে এইমুহূর্তে উত্তাল গোটা বিশ্ব। মোদী-শাহরা এনআরসি প্রসঙ্গ সম্পূর্ণ খারিজ করে দিলেও সেই আতঙ্ক এখনও জিইয়ে রয়েছে। আর সেই আবহেই এবার কেন্দ্রকে আক্রমণ করে বসলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তাঁর স্পষ্ট দাবি, ‘আমার নিজেরই বার্থ সার্টিফিকেট নেই আবার বাবার!’
শনিবার তেলেঙ্গানা বিধানসভা অধিবেশনে উঠে আসে এনপিআর প্রসঙ্গ। নতুন ভাবে আনা এনপিআর প্রসঙ্গেই বক্তব্য রাখতে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার নিজেরই কোনও বার্থ সার্টিফিকেট নেই। তাহলে বাবার বার্থ সার্টিফিকেট আমি কোথা থেকে তৈরি করব?’ তাঁর কথায়, ‘আমি আমার গ্রামের বাড়িতেই জন্মেছি। সেখানে কোনও হাসপাতাল ছিল না। তখন গ্রামের মোড়ল একটি জন্মনামা দিয়ে দিত। তাতে কোনও সরকারি স্ট্যাম্প থাকত না। আমার জন্মের সময় আমাদের ৫৮০ একর জমি ও একটি বাড়ি ছিল। আমি যদি নিজের জন্ম সার্টিফিকেট না বের করতে পারি তাহলে দলিত, আদিবাসী ও দেশের গরিব মানুষরা কোথা থেকে তা জোগাড় করবে?’
এর পাশাপাশি, সিএএ নিয়েও মোদী সরকারকে আক্রমণ করতে ছাড়েননি তেলেঙ্গানার ৬৬ বছর বয়সী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জাত পাত ধর্মের ভিত্তিতে কোনও আইন কোনও সভ্য সমাজে গৃহীত হয় না। আমাদের সংবিধান সমস্ত ধর্ম ও সমস্ত জাতিকে সমান মান্যতা দেয়। সুতরাং ধর্মের ভিত্তিতে মোদী সরকারের আনা এই সিএএ চরম বিরক্তিকর।’