বিধানসভায় বাজেট পেশের আগে অভূতপূর্ব পরিস্থিতি আসামে। এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যদিও এই বাজেট পেশ হওয়ার আগেই তা দফতরের ওয়েবসাইটে প্রকাশ হয়ে যায়। তবে ভুল সামনে আসার পরেই তা তুলে নেওয়া হয়। অন্যদিকে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় আসাম বিধানসভায়। অর্থমন্ত্রী বাজেট পড়তে ওঠার পরেই তাঁকে বারবার বাধা দেন বিরোধীরা।
আসাম বিধানসভায় বাজেট পেশ করা হয় দুপুর ২ টো নাগাদ। কিন্তু তা অর্থ দফতরের ওয়েবসাইটে প্রথমবার দেখা যায় সকাল ৯.৩০ নাগাদ। সঙ্গে সঙ্গেই তা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে। স্থানীয় টিভি চ্যানেলগুলিতে বাজেট নিয়ে সম্প্রচারও শুরু করে দেওয়া হয়। যদিও ওয়েবসাইটে প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা নজরে আসে। সকাল ১০.৩০ নাগাদ তা ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়।
দুপুরে বিধানসভায় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে উঠলেই, তাঁকে বাধা দেন বিরোধী বিধায়করা। বিষয়টি তোলেন বিরোধী দলনেতা দেবব্রত সইকিয়া। তিনি স্পিকারের হস্তক্ষেপ দাবি করেন। বিরোধীদের অভিযোগ অধিকার লঙ্ঘন করেছেন মন্ত্রী। কেননা রাজ্য ক্যাবিনেটের বৈঠকে বাজেট পেশ করা হয় দুপুর ১ টা নাগাদ। যদিও বিরোধীদের অভিযোগ খণ্ডন করে দেন স্পিকার হীতেন্দ্র নাথ গোস্বামী।