লিভারপুল শিবিরে বিপর্যয় অব্যাহত। বিগত ২ সপ্তাহে এই নিয়ে তিনবার ম্যাচ হেরে মাঠ ছাড়লেন মহম্মদ সালাহ-সাদিও মানেরা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি হেরেছিল লিভারপুল। দশ দিনের মধ্যেই দ্বিতীয় ধাক্কা তাঁরা খেয়েছিল ওয়াটফোর্ড ম্যাচে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৪৪টি ম্যাচ অপরাজিত থেকে খেলতে নামা লিভারপুলকে সেই ম্যাচে ৩-০ চূর্ণ করে ওয়াটফোর্ড। এ বার য়ুর্গেন ক্লপের এফএ কাপ জয়ের স্বপ্ন ধ্বংস হয়ে গেল চেলসির কাছে হেরে।
মঙ্গলবার রাতে নিজের দলের প্রথম একাদশে ৭ টি পরিবর্তন করেছিলেন লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১৩ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন উইলিয়ান। ৬৪ মিনিটে গোল করে চেলসির এফএ কাপের শেষ আটে খেলা নিশ্চিত করেন রস বার্কলি।