অমিত শাহ কলকাতায় এসেছেন সিএএ সমর্থনে সভা করতে। আর এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে ‘কৃতজ্ঞতা যাত্রা’ করলেন স্ব-সহায়ক দলের স্বনির্ভর কয়েক হাজার মহিলা।
জঙ্গলমহলের মাওবাদী উপদ্রুত ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সহ বিভিন্ন এলাকার মহিলাদের স্বনির্ভর করণের লক্ষ্যে বহুবিধ প্রকল্প রূপায়ণ করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া উদ্যোগে এমন হাজার হাজার স্ব সহায়ক দলের মহিলা উপকৃত হয়েছেন এমনই দাবি তৃণমূলের। স্ব-সহায়ক দলের মহিলাদের একত্রিত করে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপক মিছিল বের করল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস।
স্ব-সহায়ক দলের স্বনির্ভর হওয়া এমন কয়েক হাজার মহিলা রবিবার ‘কৃতজ্ঞতা যাত্রা’ করল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে। নয়াগ্রাম ব্লকের বাঁধভাঙা এলাকা থেকে কয়েক হাজার মহিলাদের নিয়ে এই কৃতজ্ঞতা যাত্রা বের হয়ে প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে খড়িকামাথানিতে শেষ হয়। এরপরে খড়িকামাথানিতে একটি পথসভাও করেন তৃণমূলের নেতাকর্মীরা। রাজ্য সরকারের উদ্যোগে জঙ্গলমহলের যুবক-যুবতীসহ অন্যান্যদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে।