বুধবার জামশেদপুর এফসিকে ৫-০ চূর্ণ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল গোয়া। তাই এফসি গোয়া শিবিরে উৎসবের আমেজ।
বুধবার জামশেদপুরের বিরুদ্ধে ১১ মিনিটে গোয়াকে এগিয়ে দেন কোরোমিনাস। ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন উগো বোমোউসের। ৮৪ মিনিটে তৃতীয় গোল করেন জ্যাকিচন্দ সিংহ। ৮৭ মিনিটে ৪-০ করেন মৌরতাদা ফল। ৯০ মিনিটে ফের গোল করেন উগো। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট গোয়ার।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান কোরোমিনাসদের কাছে হেরে গেলেন রয় কৃষ্ণেরা।