গত বছর থেকেই বাংলার দলের হয়ে তেমন রান পাচ্ছিলেন না সুদীপ চট্টোপাধ্যায়। যদিও তিনি ছিলেন বাংলার সহ-অধিনায়ক। রঞ্জি ট্রফিতে কেরালা ও অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পরে দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলার জন্য উড়িষ্যা উড়ে যাওয়ার আগের দিন দলে ফেরানো হল সুদীপ চট্টোপাধ্যায়কে।
বাংলার কোচ অরুণ লাল বলেছিলেন, ‘‘স্থানীয় ক্রিকেটে পারফর্ম করলেই ফেরানো হবে সুদীপকে।’’ সিএবি-র প্রথম ডিভিশন গ্রুপ ‘এ’-র লিগে পাঁচ ম্যাচ খেলে দু’টি সেঞ্চুরি, একটি ৯৮ ও একটি হাফসেঞ্চুরি করে সমালোচকদের জবাব দেন সুদীপ। তারপর রবিবার শেষ আটের জন্য যে ১৬ জনের দল ঘোষণা করা হয়, তাতেই নিজের স্থান ফিরে পান তিনি।
কোচ বলছিলেন, ‘‘শেষ ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যর্থ। কোয়ার্টার ফাইনালে এই পারফরম্যান্স সমস্যা তৈরি করতে পারে। তাই তরুণ ক্রিকেটার নেওয়ার ঝুঁকি নিইনি। সুদীপ অভিজ্ঞ। বড় ম্যাচে রান করেছে। বাংলাকে প্রচুর ভাল সময় উপহার দিয়েছে। স্থানীয় ক্রিকেটে রান করে ওর আত্মবিশ্বাসও ফিরেছে। এটাই সঠিক মুহূর্ত ওকে দলে ফেরানোর।’’