যত দিন যাচ্ছে ‘নোংরা রাজনীতি’ আর বিজেপি যেন ক্রমশই সমার্থক হয়ে উঠছে। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতা-নেত্রীদের মানহানি করতে তাঁদের বক্তব্যের ভিডিওকে বিকৃত করে অপপ্রচার চালিয়েছিল তারা৷ আর এবার সোশ্যাল নেটওয়ার্ক সাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়।
আজ শনিবার টুইট করে বাবুল বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি আসলে যে কী, সেটা মানুষ খুব ভালো করেই জানে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্প্রীতির প্রতীক লেখা একটি পোস্টার তুলে এই টুইট করেছেন বাবুল। সঙ্গে জুড়ে দিয়েছেন, “পশ্চিবঙ্গের সব থেকে উল্লেখযোগ্য ‘পরিবর্তন’ !! ‘সততার প্রতীক’ থেকে ‘সম্প্রীতির প্রতীক’।” স্বাভাবিকভাবেই বাবুলের তরফে মুখ্যমন্ত্রীর এ হেন মানহানির চেষ্টায় তৈরি হয়েছে নয়া বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়।