আসন সামান্য কমলেও এবারও দিল্লীর গদি ধরে রাখতে সক্ষম হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেও প্রথমবারের মন্ত্রীসভাই রেখে দিতে চলেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। মন্ত্রীসভায় কোনও নতুন মুখ আসছে না বলেই সূত্রের খবর। এবারের মন্ত্রীসভায় রাঘব চাড্ডা ও অতিশি সামিল হবে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাও প্রায় খারিজই করে দিচ্ছেন আপ নেতারা।
উল্লেখ্য, মঙ্গলবার দিল্লী বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ৭০ আসনের দিল্লী বিধানসভায় ৬২টি আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি। সূত্রের খবর, কেজরিওয়াল মনে করছেন, পুরানো মন্ত্রীদের কাজের উপর ভর করেই ফের ক্ষমতায় এসেছে দল। সুতরাং তাঁদেরই মন্ত্রীসভায় রাখতে চাইছেন তিনি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত দিল্লীর মন্ত্রীসভায় থাকছেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাশ গেহলত, ইমরান হুসেন, এবং রাজেন্দ্র পাল গৌতম।
রবিবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়াল-সহ তাঁর মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীরা শপথ নেবে। দিল্লীর রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে খবর।