যুব বিশ্বকাপ ফাইনালের শেষে বিশ্বের সম্মুখে উঠে এল এক লজ্জাজনক ছবি। ম্যাচ শেষে দেখা গেল, দুই দলের খেলোয়াররা চরম অশান্তির মধ্যে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। এমন অবস্থায় ক্রিকেটারদের শান্ত করতে ভারতীয় কোচকে মাঠে নামতে হচ্ছে।
উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল পোচেস্ট্রুমে ম্যাচের শুরু থেকেই। বাংলাদেশের বোলাররা ক্রমাগত ‘স্লেজ’ করে গিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের। এর পরে বাংলাদেশের ব্যাটসম্যানরা নামলে ভারতীয় বোলাররাও পাল্টা স্লেজ করেন। জয়ের রান হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। উত্তেজিত ভঙ্গিতে নানা অশ্রাব্য শব্দ প্রয়োগ করেন। এর পরে এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক বাংলাদেশি ক্রিকেটার।
রাতে ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদী এ বিষয়ে টুইট করে লেখেন, ‘‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের পরে ভারত-বাংলাদেশের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ল। কবে আমরা ক্রিকেটাররা বা কর্তারা খেলার ভাবমূর্তির ব্যাপারে ভেবেছি?’’
বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ম্যাচের পরে বলেছেন, ‘‘আমাদের কয়েক জন বোলার আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ম্যাচের পরে যা হল, তা সত্যি দুর্ভাগ্যজনক। তবে আমি ভারতকে অভিনন্দন জানাতে চাই। আমাদের স্বপ্ন সত্যি হল। গত দু’বছরের পরিশ্রমের ফল পেলাম”।