সামনেই পুরসভা নির্বাচন। তার আগেই পুরুলিয়ার গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলের পুরনো দিনের একাধিক নেতা-কর্মী তৈরি করেছেন ‘বিজেপি সাফাই অভিযান মঞ্চ’। বিজেপি সাফাই অভিযান মঞ্চের সমাবেশের আগেই বিজেপিতে ভাঙন শুরু। গতকাল রাতেই বিজেপি এবং বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বহু সদস্য।
পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপি’র বিক্ষুব্ধ গোষ্ঠীর ‘বিজেপি সাফাই অভিযান মঞ্চের’ সমাবেশের আগেই গতকাল গভীর রাতে ঝালদা শহর তৃণমূল কার্যালয়ে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এগারো নম্বর ওয়ার্ডের ঝালদা শহর ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি উদয় পরামানিক ও দুই নম্বর ওয়ার্ডের ঝালদা শহর বিজেপি যুব মোর্চার সেক্রেটারি অজয় রায় সহ ৫০ জন বিভিন্ন দল থেকে এদিন যুব তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদীপ কর্মকার ও শহর সভাপতি দেবাশিস সেন। যুব তৃণমূল কংগ্রেস কনভেনার রাজেশ রায় ও প্রদীপবাবু জানান, তৃণমূল এখানে শক্তিশালী। আর এই যুবদের যোগদানে আমাদের দলের আরও শক্তি বাড়ল। কিছু ভুল বোঝাবুঝির কারণে এখানে বিজেপি একটু জায়গা পাচ্ছিল, আজ অনেকে ভুল বুঝতে পেরে দিদির উন্নয়নকে দেখে তারা ফিরে আসছে। এদিনের যোগদানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মহেন্দ্র রুংটা। যুব তৃণমূল কংগ্রেস নেতা বাবুল কর্মকার, দীপক কান্দু-সহ অনেকে।