ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই রেকর্ড! শনিবারও সেরি আ-য় গোল করলেন পর্তুগিজ মহাতারকা। এবং জুভেন্টাসের প্রথম ফুটবলার হিসেবে ইটালির লিগে টানা ১০ ম্যাচে গোল করে নজির গড়লেন। গত সপ্তাহেই রোনাল্ডো ৩৫-এ পা দিয়েছেন। ৬৫ মিনিটে তাঁর গোলেই ১-০ এগিয়ে যায় জুভেন্টাস। যা ১০ ম্যাচে তাঁর ১৫ নম্বর গোল। ইটালির লিগে সব মিলিয়ে ২০ গোল। লিগে পরের ম্যাচেও গোল পেলে পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী তারকা স্পর্শ করবেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিয়ো কোয়াগলিয়েরার ইটালির লিগে টানা ১১ ম্যাচ গোল করার নজির। তবে রোনাল্ডো গোল পেলেও তাঁর ক্লাব জুভেন্টাস কিন্তু ১-২ হেরে গেল ভেরোনার কাছে।
ভেরোনার মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়ে খেলতে থাকে জুভেন্তাস। তবে একাধিক সুযোগ পেয়েও গোলের দরজা খুলতে পারেনি তারা। ৩৬ মিনিটে রোনাল্ডোর শট পোস্টে লাগে। কয়েক মিনিটের ব্যবধানে তাঁর আরও দুটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গোলশূন্য ভাবে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে গোলের আশায় মরিয়া হয়ে ওঠে জুভেন্তাস। প্রতীক্ষার অবসান ঘটে ৬৫ মিনিটে। নিজেদের অর্ধে বল ধরে দ্রুত আক্রমণে ওঠেন সিআর সেভেন। মাঝে রডরিগো বেন্তানকুরের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে দুরন্ত ক্ষিপ্রতায় প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ঠান্ডা মাথায় কোনাকুনি শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ডটি (১-০)।
জুভেন্টাস হারল নিছক ডিফেন্সের ভুলে। ৭৬ মিনিটে ১-১ করেন ফাবিয়ো বোরলিনি। ভেরোনার জিয়ামপাওলো পাজ্জিনির পেনাল্টি থেকে করা গোলে ২-১ হয়। হেরে গেলেও সেরি আ টেবলে জুভেন্টাসই শীর্ষে রয়েছে। পয়েন্ট ২৩ ম্যাচে ৫৪। মাউরিসিয়ো সাররি দায়িত্ব নেওয়ার পরে জুভেন্টাস লিগে তিনটি ম্যাচ হারল। গত সপ্তাহেই নাপোলি তাদের ২-১ হারিয়েছিল। সাররিকে আসল পরীক্ষা দিতে হবে চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপ সেরা হওয়ার টুর্নামেন্টে জুভেন্টাসের শেষ ষোলোর লড়াই ফ্রান্সের ক্লাব লিয়ঁর সঙ্গে। রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদ থেকে প্রচুর অর্থে নেওয়া হয়েছিল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। গত বার পারেনি জুভেন্টাস। এ বার শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।