সম্প্রতি বালুরঘাট পুরসভার সঙ্গে যুক্ত হয়েছে চোদ্দো আসন বিশিষ্ট চকভৃগু গ্রাম পঞ্চায়েতের সাতটি আসন। আজ সেই সাতটি আসনেই ছিল ভোট। আর সেখানে বিজেপিকে পর্যুদস্ত করে তাঁদের পরিচালিত গ্রাম পঞ্চায়েত জয় করল তৃণমূল কংগ্রেস। আজ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনে জয়ী হল তৃণমূল। নতুন প্রধান হলেন তৃণমূলের পিটার বারুই।
প্রসঙ্গত, বালুরঘাট পুরসভা এলাকার সীমানা পুনর্বিন্যাসের ফলে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চোদ্দোটি আসনের মধ্যে সাতটি আসন বালুরঘাট পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি প্রাক্তন পঞ্চায়েত প্রধান পার্থ দাসের গ্রাম সংসদের আসনটিও এই পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে। এরপরই এক মাসের মধ্যে পঞ্চায়েত প্রধান নির্বাচনের নোটিস জারি করেন জেলাশাসক নিখিল নির্মল।
এদিন তৃণমূল প্রার্থী জয়ী হওয়ার পরে সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। পোড়ানো হয় আতসবাজি। চকভৃগু গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত কার্যালয়ে ভোটাভুটির মধ্য দিয়ে পঞ্চায়েত প্রধান নির্বাচিত করা হয়।