ঠিক যেন গতম্যাচের পুনরাবৃত্তি। ওয়েলিংটনেও দেখা গেল শেষ ওভারের নাটক। জয়ের জন্য ৬ বলে ৭ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। শার্দুল ঠাকুরের বলে আউট হলেন রস টেলর, টিম সিফার্ট, ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনার। যার ফলে ফের ম্যাচ গড়াল সুপার ওভারে। যেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১৩ রান করল। জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নিল ভারত।
এদিন শেষ ওভারে ৭ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। ক্রিজে ছিলেন হাফসেঞ্চুরি করা সিফার্ট ও অভিজ্ঞ রস টেলর। কিন্তু প্রথম বলেই আউট হলেন টেলর। নতুন নামা ড্যারেল মিচেল প্রথম বলে চার মারলেও পরের বল মিস করলেন। রাহুলের ডাইরেক্ট থ্রোয়ে রানআউট হন সিফার্ট। শেষ ২ বলে ২ রান দরকার ছিল। শার্দুলের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন মিচেল। শেষ বলে দরকার ছিল ২ রান। ১ রান নিয়ে রানআউট হন স্যান্টনার। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। বুমরাহর প্রথম বলে সিফার্ট ২ রান নেন। পরের বলে চার মারেন তিনি। পরের বলে ফের ২ রান আসে। প্রথম ও তৃতীয় বলে ক্যাচ দিয়েছিলেন সিফার্ট। কিন্তু কঠিন ক্যাচ মিস করেন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। চার নম্বর বলে অবশ্য ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন সিফার্ট। পরের বলে চার মারেন মুনরো। শেষ বলে এক রান হয়। মোট ১৩ রান করে নিউজিল্যান্ড।
১৪ রানের লক্ষ্যে ভারতের হয়ে নামেন অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল। টিম সাউদিকে প্রথম বলেই বিশাল ছক্কা মারেন রাহুল। পরের বলে চার মারেন তিনি। কিন্তু তৃতীয় বলেই ছন্দপতন। সাউদির বাউন্সারে ছক্কা মারতে গিয়ে আউট হন রাহুল। চতুর্থ বলে বুদ্ধি করে ২ রান নেন কোহলি। পঞ্চম বলে মিড উইকেট দিয়ে চার মেরে ম্যাচ জিতিয়ে দেন অধিনায়ক।