মঙ্গলবার নভি মুম্বইয়ে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধন হল শচীন তেন্ডুলকর-মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমির। অনুষ্ঠানে সচিনের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শচীন জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন টিকে থাকতে হলে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। সফল হওয়ার কোনও সহজ পথ নেই। আমি খেলতে খেলতে অনেক কিছু শিখেছি। শুধরে নিয়েছি ভুলভ্রান্তি।’ শচীনের আরও মন্তব্য,‘প্রতিটি ম্যাচেই পরিকল্পনা থাকা প্রয়োজন। মাঠে গিয়ে তা সফলভাবে রূপায়িত করতে হয়। এর জন্য চাই শৃঙ্খলা। ধরে রাখতে হবে ফোকাস। ক্রিকেটে মনঃসংযোগ অবশ্যই বড় ব্যাপার। গোটা কেরিয়ারেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ব্যর্থও হয়েছি একাধিকবার। কিন্তু ভেঙে পড়িনি। ঘুরে দাঁড়িয়েছি স্বকীয় ভঙ্গিতেই। কারণ, ক্রিকেটের প্রতি আমি দায়বদ্ধ ছিলাম। এই খেলার সঙ্গে প্রতারণা করার কথা স্বপ্নেও ভাবিনি। জানতাম, আন্তজার্তিক ক্রিকেটের মঞ্চ বড়ই নির্মম।’
৭ থেকে ২১ বছরের মধ্যে দুশো ক্রিকেটার এই অত্যাধুনিক সেন্টারে নেবেন ক্রিকেটের পাঠ। যাদের দায়িত্বে থাকবেন হেড কোচ জস ন্যাপেট ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। ক্রিকেটের সঙ্গে এখানকার শিক্ষার্থীদের ফিটনেস এবং মানসিক শক্তি বাড়ানোর ক্লাসও নেওয়া হবে। সকাল এবং বিকেলে আড়াই ঘণ্টা করে ক্লাস হবে। শিক্ষার্থীরা ক্রিকেট ছাড়া খেলতে পারবেন টেনিস, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন। থাকবে সাঁতার এবং বিভিন্ন ধরনের ইনডোর গেমসে অংশ নেওয়ারও সুযোগ। খুব তাড়াতাড়ি চালু করা হবে স্কোয়াশও।
অনুষ্ঠানে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং প্রশংসা করেছেন বিরাট কোহালির। সম্প্রতি ভারত অধিনায়ক জানিয়েছেন, বিশ্বের যে কোনও জায়গায় ভারত দিনরাতের টেস্ট খেলতে তৈরি। গ্যাটিং বলেছেন, ‘‘বিরাটের এই মনোভাবটা আমার খুব ভাল লেগেছে। কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ খেলেছিল বিরাট।’’ সঙ্গে গ্যাটিং এ-ও জানিয়ে দেন, তিনি চার দিনের টেস্টের বিরোধী। বলছেন, ‘‘টেস্ট ক্রিকেটের সংস্কারের প্রয়োজন নেই। অধিকাংশ টেস্টের ফয়সালাই পঞ্চম দিেন হচ্ছে। দুঃখের বিষয়, নীতিনির্ধারকদের অনেকেই তা বুঝছেন না