শাহিনবাগের প্রতিবাদীরাই একদিন ঘরে ঢুকে মা-বোনেদের ধর্ষণ-খুন করবে! এমনই দাবি করে চরম বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপি নেতা প্রবেশ বর্মা। একইসঙ্গে মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতোও কথা বলতে ছাড়েননি। এবার ফের তিনি বিতর্ক সৃষ্টি করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মন্তব্য করে। বিজেপি নেতার কথায়, অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে সন্ত্রাসবাদী! এর পিছনে যুক্তিও দিয়েছেন তিনি।
প্রবেশ বর্মার কথায়, ‘দিল্লীতে কেজরিওয়ালের মতো অনেক নাটওয়ারলাল এবং সন্ত্রাসবাদী আছে। আমি বুঝতে পারি না যে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে হবে না দিল্লীর কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়তে হবে।’ দিল্লীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ হেন মন্তব্য করে স্বভাবতই ব্যাপক বিতর্ক বাড়িয়েছেন তিনি।
গতকালই সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়ে বিজেপি নেতা বলেন, ‘দিল্লীতে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে তাহলে আমাকে ১ মাস সময় দিতে হবে। আমার লোকসভা এলাকায় সরকারি জমিতে যে কটা মসজিদ তৈরি হয়েছে সবকটাকে ভেঙে দেব।’ পাশাপাশি তিনি এও দাবি করেন, ১১ ফেব্রুয়ারী বিজেপি দিল্লীতে ক্ষমতায় এলেই ১ ঘণ্টার মধ্যে শাহিনবাগ ফাঁকা করে দেবেন।
শাহিনবাগ নিয়ে প্রবেশ বর্মা আরও বলেন, ‘লক্ষাধিক লোক শাহিনবাগে জড়ো হয়েছে প্রতিবাদ করতে। দিল্লীর মানুষদের পুরো ব্যাপারটা বুঝতে হবে এবং ভাবতে হবে। এই লোকগুলোই সকলের বাড়িতে ঢুকবে, মা-বোনেদের ধর্ষণ করে খুন করবে আর কারও কিছু করার থাকবে না। আজ সময় রয়েছে সকলের কাছে, বেশি দেরি করলে মোদী-শাহ বাঁচানোর জন্যও কিন্তু থাকবে না।’ এই প্রেক্ষিতেই তিনি শাহিনবাগের প্রতিবাদীদের ১ ঘণ্টায় স্থান ছাড়া করার চ্যালেঞ্জ নিয়েছেন। সেই বিতর্কের মধ্যেই ফের আপত্তিকর মন্তব্য বিজেপি নেতার।