জল্পনার অবসান। যা এতদিন কানাঘুষো শোনা যাচ্ছিল এবার তা বাস্তবে দেখা গেল। এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র চাইল কেন্দ্র। ২০১৮ সালে সংস্থাটির আংশিক শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র চেয়েছিল কেন্দ্র। কিন্তু তখন কেউ আগ্রহ দেখায়নি। ফলে সেই প্রক্রিয়া ভেস্তে যায়। বেতন অনিয়মিত হয়ে পড়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবার পুরোপুরি তা বিক্রি করে দিয়ে লোকসানে চলা সংস্থা থেকে মুক্তি পেতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সোমবার এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সরকারি এই বিমান সংস্থাটির ১০০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। দরপত্র জমা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করার শেষ তারিখ ধার্য হয়েছে ১৭ মার্চ।বিবৃতিতে আরও বলা হয়েছে, যে এই শেয়ার কিনবে তার ওপরে অন্তত ৩২৬ কোটি ডলারের দেনার বোঝা চাপবে। এছাড়া আরও দায় থাকবে। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্রের মাধ্যমে আবেদন করেছে টাটা, হিন্দুজা, ইন্ডিগো, স্পাইসজেট এবং আরও কিছু বেসরকারি নামি সংস্থা। এমনকী কিছু বিদেশি বিমান সংস্থাও আবেদন করেছে বলে খবর।
উল্লেখ্য, ধুঁকতে ধুঁকতে চলা এই সংস্থাটি বিক্রি করতে না পারলে আগামী মার্চের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হতে পারে বলে আগেই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছিলেন, ‘২০২০ সালের ৩১ মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ না হলে উড়ান সংস্থাটি বন্ধ হয়ে যাবে।’