গোটা দেশেই যখন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করার অভিযোগে কেন্দ্রকে একহাত নিচ্ছে বিরোধীরা, ঠিক সেইসময়েই হিন্দু-মুসলিম বিতর্কে এক অভূতপূর্ব মন্তব্য করে বসলেন অভিনেতা শাহরুখ খান। গতকাল এক রিয়্যালিটি শোতে তাঁকে জিজ্ঞাসা করে হয়, বাড়িতে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয় নাকি। সেইখানেই শাহরুখ সোজাসাপ্টা জবাব দেন, ‘আজ পর্যন্ত আমরা হিন্দু-মুসলিম নিয়ে কোনও কথাই বলিনি। আমার বউ হিন্দু, আমি নিজে মুসলমান। আর আমাদের বাচ্চারা ভারতীয়।’
শাহরুখের এই বক্তব্যে গতকাল অসংখ্য হাততালি পড়ে। তিনি আরও জানান, ‘যখন ওঁরা স্কুলে গিয়েছিল, সেখানে একটা ফর্ম ফিলআপ করতে হয়, আপনার ধর্ম কি। সেই সময় যখন আমার মেয়ে খুবই ছোট ছিল, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবা আমাদের ধর্ম কী? তখন আমি সুহানাকে বলি আমরা ভারতীয়, এর বাইরে কোনও ধর্ম নেই আমাদের। আর থাকাটাও উচিত নয়।’ শাহরুখ আরও জানান, তাঁর বাড়িতে একাধিক উৎসব পালন করা হয়। কোনও নির্দিষ্ট ধর্মের আচার-অনুষ্ঠান নয়।
কিং খান এদিন আরও জানিয়েছেন, ‘আমার ছেলে-মেয়ের নাম দিয়েছি খুবই চিন্তাভাবনা করে। যাতে গোটা ভারতে সকলের সঙ্গে মিলেমিশে যায়। এখন খান পদবিটা আমার, ওঁরা চাইলে নাও ব্যবহার করতে পারে। যদিও আমি কোনও নির্দিষ্ট ধর্মের উপর বিশ্বাসী নই, প্রত্যেকদিন নামাজ পড়তে হবে ওইসব আমি করিনা। কিন্তু ইসলামকে মানি, শ্রদ্ধা করি। তেমনই অন্যান্য ধর্মের আচারও পালন করি।’