আপ সরকারের একের পর এক জনমুখী প্রকল্পে এমনিতেই মজে রয়েছে দিল্লীর আম আদমি। ‘গ্যারান্টি কার্ডে’ লোভনীয় ১০টি প্রতিশ্রুতি দিয়ে আরও বেশি মহিলা ও যুব ভোট টানার কৌশল নিয়েছে আপ। তার ওপর বিজেপি–র দুশ্চিন্তা বাড়িয়েছে ব্যবসায়ী মহল, যারা গেরুয়া শিবিরের ‘কোর ভোটার’ হিসেবেই পরিচিত। তারাই এবার মুখ ফেরাচ্ছে বিজেপি–র থেকে!
ব্যবসায়ীদের একটা অংশ এবার কেজরিওয়ালের দিকে ঝুঁকেছে। কারণ অবশ্যই নোট বাতিল এবং জিএসটি–জনিত কারবারি মন্দা। দক্ষিণ দিল্লীর কালকাজি এলাকার ব্যবসায়ী মনোজ গুপ্তার কথায়, ‘বংশানুক্রমে বরাবর বিজেপি–র কট্টর সমর্থক থেকেছি। ছোটখাটো ইস্যু নিয়ে ভাবার সময় নেই। কিন্তু, গত কয়েক বছরে আমাদের পেটে লাথি মেরেছে মোদি সরকার। নোট বাতিলের বড় ধাক্কা সামলে না উঠতেই জোর করে জিএসটি চাপিয়ে দিয়ে সর্বনাশ করেছে। তাই ভোট আর বিজেপি–কে নয়।’
আম আদমি পার্টির নেতা সঞ্জয় বসুর দাবি, ‘গতবার আপের প্রাপ্ত মোট ভোটের ৫৩ শতাংশ ছিল মহিলা ও ৪৭ শতাংশ ছিল পুরুষ ভোটার। মনে রাখতে হবে, গত ৫ বছরে দিল্লীর প্রতি পাড়ায় সিসিটিভি লাগানো হয়েছে। যা সরাসরি নারী সুরক্ষায় প্রভাব ফেলেছে। মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার ব্যবস্থা হয়েছে। ফলে মহিলা ভোট যে আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।’ ঘরোয়া বৈঠকে কেজরিওয়াল দলের নেতাদের মহিলা এবং ১৮–২৪ বছর বয়সের যুবদের ভোট টানতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিধায়কদের মেট্রো চড়ে সভায় যেতে বলেছেন। প্রায় সবাই তা মেনে চলছেন।