প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। আগের মত জনস্রোত এখন আর দেখা যায় না! কাজ করে না মোদী ম্যাজিক।কিন্তু যাই হোক তিনি দেশের প্রধানমন্ত্রী। তাই তাঁর সভায় লোক না হলে চলে। আর কে না জানে, তুমুল ভিড়কে ওপর থেকে সর্ষে দানার মতই দেখতে লাগে।আর তারই ফায়দা ওঠাল আইটি সেল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক মঞ্চে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা দিচ্ছেন। অনেকটা নীচে কোটি কোটি মানুষের ভিড়। না, না, ছবিটি এটা নয়। এটা আইটি সেল বোঝাতে চেয়েছিল। কিন্তু ছবিটিতে দেখা যাচ্ছে, আকাশ সমান উঁচু একটি মঞ্চে দাড়িয়ে নরেন্দ্র মোদি মাইকে বক্তৃতা দিচ্ছেন। অনেকটা নীচে কোটি কোটি সর্ষের দানা। দানাগুলির মধ্যিখানে কাঠিগুলোও রয়ে গিয়েছে। সরাতে বোধহয় ভুলে গিয়েছিলেন আইটি সেলের কর্মীরা। কাজের চাপ কী কম নাকি? ছোটখাটো ভুল তো হয়েই যায়। কিন্তু ওপরতলার মানুষ সেসব আর বোঝে কই!
হায় রে আইটি সেল! কথায় বলে না, শিল্প যখন তার সংখ্যার মাত্রা ছাড়িয়ে যায়, ধীরে ধীরে শিল্পের মান নিচে নেমে যেতে থাকে। তবে আইটি সেলকে দোষ দিয়ে লাভ নেই, প্রজার কাছে রাজার আদেশ মানা ছাড়া আর উপায়ই বা কী আছে। রাজার ক্রমাগত আদেশে প্রজার একেবারে নাজেহাল অবস্থা।
ছবিটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়। সকলেই বুঝতে পারেন আসল সত্যিটা। হাসির রোল ওঠে। নেটিজেনরা বলতে থাকেন আইটি সেলের কি এমনই দুর্দশা। আর মোদীরও কি এমন করুণ হাল! এভাবে বোঝাতে হচ্ছে যে সর্ষে থুড়ি মানুষ তার পাশে আছে!