বেঙ্গালুরুতে শেষ ম্যাচে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু রোহিতের ১১৯ এবং কোহলির ৮৯ রানের সৌজন্যে খুব সহজেই সে রান টপকে যায় ভারত। ভারতের মাটিতে পরপর দু’বার ওয়ান ডে সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই ঘরে ফিরছে অস্ট্রেলিয়া। তবে তার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিরাট কোহলিকে। ফিঞ্চ জানিয়েছেন, ‘বিরাট কোহালি সম্ভবত সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার। সর্বকালের সেরাদের তালিকায় প্রথম পাঁচে রোহিত শর্মাকে রাখছেন ফিঞ্চ।
ফিঞ্চ বলেছেন, ‘‘ভারতের হাতে বিরাট আছে। যে সম্ভবত সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার। আর রোহিত সর্বকালের প্রথম পাঁচ জন ওয়ান ডে ব্যাটসম্যানের মধ্যে পড়বে। ওরা অসাধারণ। ভারতের এই দলটার বৈশিষ্ট হল, গুরুত্বপূর্ণ ম্যাচে ওদের অভিজ্ঞ ক্রিকেটাররাই আসল খেলাটা খেলে দিচ্ছে।’’
শিখর ধওয়ানের চোট নিয়েও ফিঞ্চ বলেছেন, ‘‘শিখরকে শুরুতে ওরা পায়নি। তা সত্ত্বেও দুরন্ত সেঞ্চুরি করে গেল রোহিত। ওদের অভিজ্ঞ ব্যাটসম্যানরাই বেশির ভাগ রান করে দিচ্ছে এই সব বড় ম্যাচে। একটা সেরা ব্যাটিং লাইনের এটাই লক্ষ্মণ।’’
ভারতের ডেথ বোলিংকেও কৃতিত্ব দিয়েছেন ফিঞ্চ। শেষ দুটো ম্যাচে ভারতের দূরন্ত বোলিং নিয়ে কথা বলেছেন ফিঞ্চ। তিনি জানান, “মহম্মদ শামির ইয়র্কারগুলো ঠিক জায়গায় পড়েছে। নবদীপ সাইনি এবং যশপ্রীত বুমরাও দুর্দান্ত ছিল। আমাদের ত্রুটিগুলো অবশ্যই ঠিক করতে হবে। কিন্তু পাশাপাশি ভারতকে কৃতিত্ব না দিয়েও উপায় নেই।’’