ঠিক যেন রাহুল দেব বর্মনের সেই বিখ্যাত গান- ‘যেতে যেতে পথে হলো দেরি’। আর দেরি করেই মনোনয়ন জমা দিতে পারলেন না দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গেছে, পথসভা করতে গিয়েই মনোনয়ন জমা দিতে পারেননি তিনি। নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনের দফতরেই পৌঁছতে পারলেন না তিনি। অগত্যা রাস্তা থেকেই ফিরে যেতে হল তাঁকে।
আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে বিধানসভা নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার। সেই অনুযায়ী সোমবার দুপুর ৩টের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া কথা ছিল কেজরিওয়ালের। এ দিন দুপুরে তাই হুডখোলা গাড়িতে চেপে বাল্মিকী মন্দির থেকে রওনা দেন তিনি। উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং আম আদমি পার্টির (আপ) শীর্ষ নেতাদের কয়েকজনও ছিলেন ওই গাড়িতে।
ঠিক ছিল, কেজরিওয়ালের নির্বাচনী কেন্দ্র নয়াদিল্লী হয়ে পটেল চক মেট্রো স্টেশন গিয়ে থামবে মিছিল। সেই মতো ‘অচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরিওয়াল’ স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন আপ সদস্যরা। রাস্তায় তাঁদের দেখে ভিড়ও উপচে পড়তে শুরু করে। চারিদিক থেকে মুখ্যমন্ত্রীর গাড়ি ছেঁকে ধরেন সাধারণ মানুষ, যাতে গাড়ি রীতিমতো আটকে যায়। তাতেই আর সময় মতো নির্বাচন কমিশনের দফতরে পৌঁছতে পারেননি কেজরিওয়াল। পরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘মনোনয়ন জমা দিতে বলা হয়েছিল, কিন্তু এত মানুষকে ছেড়ে যেতাম কীভাবে? আগামীকালই না হয় মনোনয়নপত্র জমা দেব।’