নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসিকে দিল্লী ভোটের অন্যতম ইস্যু করতে মরিয়া বিজেপি। সেই নিয়ে ময়দানে রাজনীতি করতে নেমেছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তার বক্তব্য, দিল্লীর আপ সরকারের গড়িমসির জন্য নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি দিতে দেরি হচ্ছে৷
২২ জানুয়ারি, সকাল সাতটায় মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু হাইকোর্টে দিল্লীর আপ সরকার জানিয়েছিল, আইনি বাধ্যবাধকতার কারণেই ২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্তদের ফাঁসি সম্ভব নয়। সাজা সংশোধনের আর্জি জানানোর পর তা খারিজ করে দিলেও কিছু অতিরিক্ত সময় দিতে হয়। সব মিটে গেলেও ১৪ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়। বিভিন্ন আইনি জটিলতার কারণেই দোষীদের ফাঁসি আটকে। কিন্তু বিজেপি সেই ব্যাপারকেই এবার হাতিয়ার করে ভোট ময়দানে বাজি মাত করতে চাইছেন।
ফাঁসিতে দেরির জন্য আপ সরকারের ‘গাফিলতি’কে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিক বৈঠকে জাভড়েকরের সাফ কথা, ‘আপ সরকারের অবহেলাতেই ২০১২ সালে নির্ভয়া ধর্ষণ-খুন কাণ্ডের দোষীদের ফাঁসিতে দেরি হচ্ছে। কেন আড়াই বছর ধরে দিল্লীর সরকার দোষীদের প্রাণভিক্ষার আর্জি জানানোর জন্য নোটিস ধরায়নি।’ এভাবেই ভোট ময়দানে ‘যত দোষ আপ সরকারের’ এই নীতিতেই এগোচ্ছে গেরুয়া শিবির।