কাল সকাল থেকেই নরেন্দ্র মোদীর কলকাতা সফর নিয়ে ছাত্রদের বিরোধিতা শুরু হয়েছে। গোটা দিন পেরিয়ে দ্বিতীয় দিনেও ছাত্রদের বিক্ষোভ অব্যাহত। জানা গেছে, শনিবার সন্ধ্যায় হাতে জাতীয় পতাকা নিয়ে ‘আজাদি’, ‘নরেন্দ্র মোদী গো ব্যাক’ স্লোগান দিতে দিতে রাজভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েক হাজার পড়ুয়া। যার নেতৃত্বে মূলত বামপন্থী সংগঠনগুলিই ছিল। শীতের রাত উপেক্ষা করে রাস্তাতেই রাত্রি যাপন করেন পড়ুয়ারা। আজ রবিবার সকালেও ধর্মতলায় চলছে বিক্ষোভ কর্মসূচি।
কারোর হাতে জাতীয় পতাকা কেউ বা মোদী-বিরোধী স্লোগান দিতে দিতেই বসে পড়েন রাস্তার উপরে। তাঁরাই পরে স্প্রে রং দিয়ে রাস্তার উপরে লিখতে শুরু করেন ‘গো ব্যাক মোদী। আপনি যে ভারতের নাগরিক, আগে সেই প্রমাণ দিন।’ গতকালই ছাত্ররা জানিয়েছিলেন, রবিবার সকাল দশটায় ধর্মতলায় তাঁদের জমায়েত রয়েছে। সেখানে থাকছেন প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পড়ুয়ারা জানিয়েছেন, যতক্ষণ মোদী কলকাতায় আছেন ততক্ষণ তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন।
শনিবার, প্রধানমন্ত্রীর কলকাতা সফরের বিরোধিতায় পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর। পড়ুয়াদের মিছিল আটকাতে রীতিমতো বেগ পেতে হয় কলকাটা পুলিশকে। পুলিশের সঙ্গে পড়ুয়াদের একাংশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।