প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে পি ভি সিন্ধুর বিরুদ্ধে কোর্টের লড়াইয়ে নামতে প্রস্তুত তাই জু ইং। এশিয়ান গেমসে সোনাজয়ী এ বার পিবিএলে খেলবেন বেঙ্গালুরু র্যাপ্টর্সের হয়ে। সিন্ধুর হায়দরাবাদ হান্টার্স ও তাই জু-র বেঙ্গালুরু র্যাপ্টর্স ৩১ জানুয়ারি মুখোমুখি হতে পারেন। ১৬ বার তাঁরা কোর্টে মুখোমুখি হয়েছেন। যার মধ্যে ১১ বারই জিতেছেন তাই জু। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাই জু-কে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিলেন পি ভি সিন্ধু।
তাই জু বলেছেন, ‘‘গত বার পিবিএল খেলতে নেমে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এই লিগের ফর্ম্যাট খুব আকর্ষণীয়। এই জন্যই এই প্রতিযোগিতায় খেলতে ভাল লাগে। পঞ্চম মরসুমের পিবিএলে বেঙ্গালুরু র্যাপ্টর্স দলে যোগ দেওয়ার জন্য তৈরি। আশা করি স্টেডিয়ামে প্রচুর দর্শক আসবেন আমাদের লড়াই দেখার জন্য। আমার বিশ্ব জুড়ে ভক্তেরা টিভি ও অনলাইনে এই প্রতিযোগিতার উপরে নজর রাখবেন। সব দলের বিরুদ্ধেই খেলতে মুখিয়ে আছি, বিশেষ করে পি ভি সিন্ধুর বিরুদ্ধে।’’
প্রসঙ্গত, পিবিএল শুরু হবে ২০ জানুয়ারি। প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে সিন্ধুর হায়দরাবাদ হান্টার্স ও চেন্নাই সুপারস্টারজ। পঞ্চমতম পিবিএল প্রথম পাঁচ দিন অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। ২৫ জানুয়ারি এই প্রতিযোগিতা হবে লখনউয়ে। তার পরে সাত দিন চলবে হায়দ্রাবাদে। সেমিফাইনাল ও ফাইনাল হবে বেঙ্গালুরুতে। সিন্ধু ও তাই জু-সহ পাঁচ জন অলিম্পিক্স পদক জয়ী ও ১৫ জন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা তারকাকে দেখা যাবে এ বারের প্রতিযোগিতায়। ২১ দিনের এই প্রতিযোগিতায় ২৪টি টাই হবে। সাতটি দলের মধ্যে হবে লড়াই।