গুয়াহাটিতে প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। আর গতকাল হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রতিপক্ষকে ৭ উইকেটে হারাল ভারত। টস জেতার পর কোহলি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি জানতেন, এই পিচে রান তাড়া করতে সুবিধা হবে। পেস ও স্পিনের মিশেলে শ্রীলঙ্কাকে ১৪২ রানে আটকে দিয়েছে বিরাট বাহিনী।
নতুন বছরে জয়ের ধ্বজা উড়িয়েই শুরু হল ‘টিম ইন্ডিয়া’র। ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান দুর্দান্ত সূচনা করেন। ছ’টি বাউন্ডারি হাঁকিয়েছেন লোকেশ। তবে এই ম্যাচে বাড়তি নজর ছিল শিখরের উপর। ওপেনিং জুটিতে ৭১ রান তোলেন। জয়ের অর্ধেক পথ তাঁরা অতিক্রম করে ফেলেছিলেন। ঠিক তখনই লোকেশ রাহুল ৪৫ রানে হাসারাঙ্গার গুগলিতে পরাস্ত হয়ে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।
এই ম্যাচে তৃতীয় উইকেটে শ্রেয়াসের সঙ্গে ৫১ রান যোগ করেন বিরাট। ১৭ বলে একটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে তিনি ৩০ রানে অপরাজিত থাকেন। ছক্কা হাঁকিয়ে বিরাট জয়ের কড়ি জোগাড় করে নেন ১৫ বল বাকি থাকতেই। সেই সঙ্গে তিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতকে টপকে ফের সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন।
তবে ভারতকে প্রথম সাফল্যটি এনে দেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। তাঁর বলে ২২ রানে আউট হন অভিষ্কা ফার্নান্দো। শুরুটা দেখে অবশ্য মনে হয়নি শ্রীলঙ্কার ব্যাটিং আচমকা এভাবে ভেঙে পড়বে।