দোহায় অনুষ্ঠিত ষষ্ঠ কাতার আন্তর্জাতিক কাপে মেয়েদের ৪৯ কেজি ক্যাটেগরিতে নেমেছিলেন ভারতের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভারোত্তোলক সাইখম মীরাবাই চানু। সেই আন্তর্জাতিক কাপে তাঁর হাত ধরেই সোনা পেল ভারত। অলিম্পিক কোয়ালিফাইং সিলভার লেভেল ইভেন্টে সবমিলিয়ে ১৯৪ কেজি ওজন তুলে সোনা নিশ্চিত করেন। স্ন্যাচে তোলেন ৮৩ কেজি। ক্লিন ও জার্কে আরও ১১১ কেজি ওজন তুলে, শীর্ষে থেকে শেষ করেন বছর পঁচিশের এই ভারতীয় মহিলা ভারোত্তোলক। এই ক্যাটেগরিতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ফ্রান্সের আনায়েস মিশেল ও মানন লরেন্তজ।
চানুর এখনও পর্যন্ত ব্যক্তিগত সেরা হচ্ছে ২০১ কেজি। শুক্রবার সোনা জিতলেও পারফরম্যান্স সেই তুলনায় খারাপই হয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১ কেজি ওজন তুলেছিলেন। ২০১৮ কমনওয়েলথ গেমসেও তিনি সোনা জিতেছিলেন। এখন এটাই দেখার দোহা অলিম্পিকে কতটা সফল হতে পারেন ভারতের এই বিশ্ব চ্যাম্পিয়ন।