পাক মদতপুষ্ট জঙ্গী ও ভারতে নিষিদ্ধ মুসলিম ছাত্র আন্দোলনের কর্মীরা (সিমি) বিক্ষোভে ইন্ধন দিচ্ছে। এমনই দাবি করলেন বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানি।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় গোটা দেশে চলছে বিক্ষোভ। রাজধানীতে আগুন জ্বলছে। আসামে চলছে বিক্ষোভ। ঠিক তখনই ইন্দোরের এই লোকসভার সাংসদ মনে করছেন এই বিক্ষোভের পিছনে পড়ুয়ারা নন, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা রয়েছে। সঙ্গে আছে সিমি।
কংগ্রেসের শাসন চলছে মধ্যপ্রদেশে। বিজেপি দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন এই রাজ্যে কার্যকর করতে চায়। যার ফলে বিক্ষোভ শুরু হয়েছে। লালওয়ানির মতে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যা খবর রয়েছে, তাতে পাক মদতপুষ্ট জঙ্গীরা ও সিমি সংগঠনের কর্মীরা এই বিক্ষোভে ইন্ধন দিচ্ছে। তারাই সরকারি সম্পত্তি নষ্ট করছে।’ এরপরই লালওয়ানি বলেছেন, ‘দিল্লীতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে সামিল হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। যারা মদত দিচ্ছে, তারা দেশের পরিবেশ নষ্ট করতে চাইছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
মধ্যপ্রদেশের এই বিজেপি নেতা ইতিমধ্যেই রাজ্যপাল লালজি ট্যান্ডন ও জেলা শাসকদের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। যাতে মধ্যপ্রদেশে দ্রুত এই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হয়।