তিনি কোনও মন্তব্য করবেন, আর তা নিয়ে বিতর্ক হবে না, এমনটা খুব কমই দেখা গেছে। সেই লোকসভা নির্বাচনের আগে থেকেই তাঁর বেফাঁস মন্তব্যের জন্য একাধিকবার বিতর্কের শিরোনামে থেকেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার মুখ খুলেই তিনি দাবি করলেন, দিল্লী ও আসামের পুলিশের মতো গুলি চালায়নি রাজ্য পুলিশ, তারা নপুংসক! রাজ্যের পুলিশকে এমন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করায় স্বাভাবিক ভাবেই বইছে বিতর্কের ঝড়।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির জন্য পুলিশকে সরাসরি দায়ী করে সোমবার দিলীপ ঘোষ বলেন, ‘এই রাজ্যের পুলিশ নপুংসক। তাই বিজেপি কর্মীদের বলেছি, এদের অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। দিল্লী ও আসামের পুলিশ গুলি চালিয়ে ঠিক কাজ করেছে।’
শুধু তাই নয়। গতকাল মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পদযাত্রার শেষে অভিযোগ করেছিলেন, বিজেপি টাকা ছড়িয়ে রাজ্যে অশান্তি সৃষ্টি করছে। জবাবে দিলীপ বলেন, ‘রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে অনেক মামলা করেছে। আমরা যদি টাকা ছড়িয়ে হিংসায় মদত দিয়ে থাকি, তা হলে মুখ্যমন্ত্রী কেন এফআইআর করছেন না?’
দিলীপের ওই বিতর্কিত মন্তব্যের পরই উঠেছে সমালোচনার ঝড়। প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, ‘যিনি দুধের মধ্যে সোনা খুঁজে পান, তাঁর মন্তব্যের কী প্রতিক্রিয়া দেব? উনি কখন কী বলেন, তা তিনি নিজেই জানেন না। ওঁর দলই তো ওঁকে নিয়ে বিড়ম্বনায় আছে।’ শুধু শাসক দলই নয়, বাম ও কংগ্রেসও তীব্র দিলীপের মন্তব্যের নিন্দা করে জানিয়েছে, দিলীপ ঘোষের থেকে ভালো কিছু আশা করা যায় না।