এনআরসি ও ক্যাবের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। আসাম থেকে কলকাতা, দিল্লীও বিক্ষোভের আগুনে জ্বলছে। হাজার হাজার মানুষ রাস্তায় মোদীর এই বিলের বিরুদ্ধে রাস্তায় নামছে। এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে মিটিং মিছিলে অংশ নেওয়ায় পূর্ব বর্ধমানে তৃণমূল কর্মীদের উপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এই ঘটনায় গুরতর জখম হয়েছেন ১০ জন তৃণমূল কর্মী। তাদের মধ্যে ৬ জন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এই ঘটনায় বর্ধমানের চাণ্ডুল গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতীরা ভাঙচুর করে বাইকও। পুলিশ এলাকা থেকে ১৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে।
তৃণমূল কর্মী আজমল হোসেন বলেন, “শনিবার রাতে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে বেরিয়ে দেখি বিজেপির দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। ইট পাটকেল ছুড়ছে। তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে”।