এবার বিজেপিকে ওয়াশিং মেশিন পার্টি বলে কটাক্ষ করেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার দীঘায় একটি সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘বিজেপি এখন নতুন ওয়াশিং মেশিন। কালো লোকগুলো ওখানে গেলেই সাদা হয়ে যাচ্ছে। আর প্রতিবাদ করলে সাদা লোককেও কালো করে দিচ্ছে।’
প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে পাতিল বলেছিলেন বিজেপির ওয়াশিং মেশিন রয়েছে, কাউকে দলে নেওয়ার আগে মেশিনে ধুয়ে নেওয়া হয়। প্রায় সাড়ে তিন মাস আগে মহারাষ্ট্রের জালনায় একই কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে পাটিল। এবার নাগরিকত্ব আইন নিয়ে বিজেপিকে আক্রমণ করে সেই ওয়াশিং মেশিনের প্রসঙ্গই টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘যে বিজেপি করবে, তাকেই শুধু নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপিতে গেলেই তিনি সাফা হয়ে যাবেন। আসলে বিজেপি এখন নতুন ওয়াশিং মেশিন।’পাশাপাশি দেশ জুড়ে গণ আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আগেই বলেছিলাম। পঞ্জাব এবং কেরলের মুখ্যমন্ত্রীও ওনাদের রাজ্যে নাগরিকত্ব আইন না চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। জোর করে সারা দেশে নাগরিকত্ব সংশোধনী চালুর চেষ্টা চলছে। এর বিরুদ্ধে রাজ্যে রাজ্যে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার মাটিতে ক্যাব, এনআরসি রুখবো৷’