হায়দ্রাবাদ, উন্নাওয়ের মতো ঘটনা পর আতঙ্কে ভুগছে গোটা দেশ। ব্যতিক্রম নয় কলকাতাও। শহরের বাসিন্দাদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। শুক্রবার ইভটিজারদের ধরতে রাতভর শহরজুড়ে অভিযান চালায় কলকাতার পুলিশ বাহিনী। স্বাভাবিকভাবেই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলকাতাবাসী। কাল রাতে ১৩ জন ইভটিজার-সহ ৭১ জনকে গ্রেফতার করে পুলিশ৷ ৫১টি মোটরবাইক আটক করা হয়।
শুক্রবার রাতে শহরের বিভিন্ন প্রান্তে কলকাতা পুলিশের বিশেষ মহিলা টিম ‘উইনার্স’ এবং লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিকরা যৌথভাবে অভিযান চালায়। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটের মতো হাই প্রোফাইল এলাকায় বিশেষ নজর দেওয়া হয়। অভিযান চালানো হয় পার্ক সার্কাস, বেনিয়াপুকুরের মতো এলাকাতেও। এদিন রাতেই নেতাজিনগর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং করা হয়। এর পাশাপাশি চালু হয়েছে হেল্প ডেস্ক। একাধিক টোল-ফ্রি নম্বরও। এবার সেই তালিকায় যুক্ত হল এই ধরপাকড় অভিযান।
পুলিশ সূত্রে খবর, উইনার্স টিমে ছিলেন ৮ জন মহিলা পুলিশকর্মী। তাঁরা শহরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায়। মোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৪ জন ইভটিজারকে আটক করা হয় রাতেই।