পেঁয়াজের ঝাঁজে এখন নাকানিচোপানি খাচ্ছে বহু রাজ্য। কলকাতায় এদিন পেঁয়াজ বিক্রি হয়েছে ১৬০ টাকা প্রতি কেজি দরে। কমার কোনও লক্ষ্মণ নেই, বরং পেঁয়াজের দামের গ্রাফ ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এইরকম যখন চিত্র সর্বত্র, তখন সস্তায় তা বিক্রি করছিলেন এক কংগ্রেস নেতা৷ কিন্তু তাতেই ঘটল বিপত্তি৷ কংগ্রেস নেতার আঙুল কামড়ে দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে৷
ঘটনাটি ঘটে উত্তরাখন্ডের নৈনিতালে৷ ওই জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক নন্দন মেহেরার দাবি, তিনি ও তাঁর দলের বেশ কয়েকজন মহিলা খুবই কম দামে পেঁয়াজ বিক্রি করছিলেন৷ সেইসময় মণীশ বিস্ত নামে একজন এসে দলের মহিলাদেরকে নানাভাবে উত্তক্ত করতে শুরু করে৷ তাকে থামাতে গেলেই নন্দন মেহেরার হাতের আঙুল কামড়ে দেয় ওই বিজেপি কর্মী মণীশ বিস্ত।
স্থানীয় সূত্রে খবর, ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছিলেন নন্দন মেহেরা ও তাঁর দলের বেশ কিছু মহিলারা৷ সবই ঠিকই ছিল৷ কিন্তু হঠাৎই বিজেপির মণীশ বিস্ত এসে গণ্ডগোল পাকাতে শুরু করে৷ কংগ্রেস কর্মীদের অভিযোগ,বিস্ত এসে দলের মহিলা সমর্থকদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল৷ তাঁকে বাধা দিতে গেলে কংগ্রেস নেতা নন্দন মেহেরার আঙুল কামড়ে দেয় সে৷ সঙ্গে সঙ্গে তার আঙুল থেকে রক্তপাত হতে থাকে৷ এরপরই খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে আটক করে মণীশকে৷ হলদোয়ানি থানার এসএইচও বিক্রম রাঠোর বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত মনীশ বিস্ত মাদকাসক্ত ছিলেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।